নতুন বছরে ঈদের বক্স অফিস জমাতে তৈরিতে প্রস্তত বলিউডের ভাইজান সালমান খান। সদ্যই মুক্তি পেয়েছে নায়কের নতুন ‘সিকান্দার’-এর টিজার। আর সেখানেই ভাইজানের দেখা মিলল ‘অ্যাংরি ইয়াংম্যান’ হিসেবে। দেখানো হল তার দুরন্ত সব অ্যাকশন। টিজারটি দেখার পর অনুরাগীদের দাবি, আগের মতোই ট্র্যাকে ফিরে এসেছেন সালমান! কারণ, অনেকদিন যাবত সালমানকে একরকম চুপচাপই দেখা যায়, ছিল না কোনো আগ্রাসী উদ্যম। নেপথ্যে, লরেন্স বিশ্নোইয়ের একের পর এক হুমকি; ফলে নির্বিকার অবস্থা নায়কের।

বহুদিন ধরেই নীরবে ছবির শুটিং করছিলেন আর ‘বিগবস্‌ এইট্টিন’র সঞ্চালনা করছিলেন। আর দেখাশোনা করছিলেন নিজের নিরাপত্তার বিষয়টি। তবে অনুরাগীরা অনুমান করছেন, এ সব কিছুর প্রতিক্রিয়া আসন্ন ছবি ‘সিকান্দার’ এ দেখিয়ে দেবেন সালমান খান! টিজারের একটি সংলাপে শোনা যায়, ‘শুনছি আমার পেছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছন ফেরার অপেক্ষা’- আর এই কথা নাকি লরেন্স বিশ্নোইের জন্যই বলেছেন সালমান! কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে সালমানের বিরুদ্ধে। এই ঘটনার জন্যই সালমান লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। তাই ঝলকে আরও একটি বিষয় নজর কেড়েছে নেটিজেনদের। দেখা যাচ্ছে, মুখোশধারী এক শত্রুর মাথায় হরিণের মতো শিং। এই বিষয়টিও প্রতীকী মনে করছেন অনেকে।

তাই তো অনুরাগীদের অনুমান, শত্রুদের এভাবেই জবাব দিচ্ছেন সালমান। আর তাতে উত্তেজিতও তার অনুরাগীরা। এক অনুরাগীর কথায়, ‘ভাই ফিরে এসেছে। শত্রুদের গালে সপাটে থাপ্পড়।’

‘সিকন্দর’ ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে রাশমিকা মান্দানা ও কাজল আগরওয়ালকে। ২০২৫-এর ঈদে সালমানের এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *