দীর্ঘ এক যুগ পর জামায়াতের সংগঠন আনজুমানে খেদমতে কুরআন সিলেটে তিন দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার থেকে এমসি কলেজ মাঠে এ মাহফিল শুরু হবে। আয়োজকদের দাবি মাহফিলে ১০ থেকে ১৫ লাখ লোকের জনসমাগম ঘটবে। মাহফিল সফলের লক্ষ্যে বুধবার সংবাদ সম্মেলন ডেকে সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকরা। এ উপলক্ষে এসএমপি পুলিশ জারি করেছে গণবিজ্ঞপ্তি।

এমসি কলেজ মাঠে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন- আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর সৈয়দ মোহাম্মদ একরামুল হক, সাধারণ সম্পাদক হাফিজ মিফতাহুদ্দীন, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, আনজুমানের সহ-সভাপতি ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মুকতাবিস-উন-নূর, তাফসির বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, ড. নূরুল ইসলাম বাবুল, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপাধ্যক্ষ মাওলান সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মাওলানা ইসলাম উদ্দিন, লন্ডন প্রবাসী আলেমে দ্বীন মাওলানা আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট আলিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল আলম, মুফতী আলী হায়দার, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন প্রমুখ।

আয়োজকরা জানান, আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন মাহফিল চলবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নারীদের জন্য বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।

অপরদিকে মাহফিলের সার্বিক নিরাপত্তায় মেট্রোপলিটন পুলিশ গণবিজ্ঞপ্তি জারি করেছে। পুলিশ বিজ্ঞপ্তিতে জানিয়েছে- এমসি কলেজ মাঠের মাহফিল উপলক্ষ্যে সকাল ৮টা থেকে হতে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত সিলেট মহানগরীর শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর-মদনীবাগ-গোপালটিলা, শাহি ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, মেজরটিলা পূরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সব ধরনের ভারি যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা এ বিজ্ঞপ্তি জারি করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *