একটা সময় একের পর এক বহু কটাক্ষ সইতে হয়েছে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। অভিনেত্রীর অভিযোগ, তার নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘তারকা সন্তান’-এর তকমা। নেটিজেনদের দাবি, তারকা সন্তান বলেই অতিরিক্ত সুবিধা পেয়েছেন তিনি। আর সে কথারই জবাব দিলেন অনন্যা পাণ্ডে। অনন্যার স্পষ্ট বক্তব্য, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনও আক্ষেপ নেই। তিনি বলেন, ‘তারকা সন্তান হওয়ার জন্য নানা রকমের মন্তব্য করা হয়। লজ্জিত বোধ করতে বাধ্য করে। কিন্তু নিজের বাবাকে নিয়ে আমি লজ্জিত বোধ করি না। চিকিৎসকের পরিবারে বড় হয়েছেন আমার বাবা। কিন্তু অভিনয়কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি।’ অনন্যা আরও বলেছেন, ‘তারকা সন্তান’ শব্দকেই খারাপ কথা হিসেবে বিবেচনা করা হয়, আমি তা মনে করি না। মানুষের যা ভাবার, তাই ভাববে। কে তারকা সন্তান আর কে বহিরাগত অভিনেতা, এইভাবে দেখা বন্ধ করতে হবে। বলিউড ইন্ডাস্ট্রি আমাদের অনেক কিছু দিয়েছে। দর্শকও আমাদের অনেক ভালবাসা দিয়েছে। তারকা সন্তান হয়েও অনেকে ভাল কাজ করছেন। আবার বাইরের জগৎ থেকে এসেও বহু অভিনেতা ভাল কাজ করছেন।’ বাবা চাঙ্কি পাণ্ডেকে নিয়েও কথা বলেছেন অনন্যা। অভিনেত্রীর মন্তব্য, ‘আমি দেখতাম, বাবা বাড়িতেই বসে রয়েছেন। হয়তো দু-এক বার বাবার সঙ্গে ছবির সেটে গিয়েছিলাম। এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে কিন্তু বাবাকে দেখার জন্য মানুষ ভিড় জমাতেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *