ভারতের গুজরাটের জামনগরে আম্বানি পরিবারের সঙ্গে খ্রিস্টিয় নববর্ষ উদযাপন শেষে স্ত্রী গৌরী খান ও ছোট ছেলে আব্রামকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় বিমানবন্দরে শাহরুখকে এক ঝলক দেখা গেছে। যেখানে কালো হুডিতে মুখ ঢেকেছেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকেরই মনে প্রশ্ন, পরিবার সঙ্গে থাকার পরেও কেন হুডিতে মুখ ঢেকে রয়েছেন কিং খান।

সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য দেখে অনেকে প্রশ্ন, তবে কি শাহরুখ বলিরেখা লুকিয়ে রাখতেই এই পথ বেছে নিয়েছেন? কেউ কেউ আবার রাজ কুন্দ্রার সঙ্গেও তুলনা করেছেন। একটা সময় প্রায়শই মুখ ঢেকে রাখতেন রাজ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে তাকে দেখতে পেলেই সকলে ছবি তুলবেন। সেটা চান না অভিনেতা। তাই হুডিতে মুখ ঢেকেই যাতায়াত করেন।

প্রসঙ্গত, আম্বানি পরিবারের সঙ্গে খ্রিস্টিয় নববর্ষ উদযাপনে উপস্থিত অতিথিদের তালিকায় ছিল সেলিব্রিটিরা। সালমান খান এবং তার পরিবার, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর এবং বীর পাহাড়িয়ার মতো অভিনেতাদেরও দেখা গেছে।

বক্স অফিস একের পর এক সফল সিনেমার পর শাহরুখকে পরবর্তীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে। এর আগে ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন সুজয় ঘোষ। যদিও পরবর্তীকালে সুজয় ঘোষের পরিবর্তে সিদ্ধার্থ আনন্দকে পরিচালক হিসেবে নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *