শহরের রাস্তা-ঘাট, বন্ধ অধিকাংশ দোকানপাট পিরোজপুরে ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। হিমেল হাওয়ায় এবং তীব্র শীতে কাঁপছে পিরোজপুরবাসী। শুক্রবার সারাদিনে দেখা মেলেনি সূর্যের।
এদিকে, ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শহরের বেশীরভাগ দোকানপাট ছিল বন্ধ। রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি কম। কনকনে শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
শীতের কারণে কাজে বেরোতে পারছে না নিম্ন আয়ের মানুষেরা। একজন রিক্সা চালক বলেন তীব্র শীতের কারনে সবচেয়ে বেশি ভুক্তভোগী আমারা দৈনিক শ্রমিক, অটোরিকশা চালকেরা। আমাদেরকে প্রতিদিনের আয়ের উপর ভিত্তি করে আমারদের পরিবারের সদস্যদের মুখে খাবার জুটে।