ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নাতির ছুরিকাঘাতে এক দাদার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার লক্ষীকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইস্রাফিল (৪৫), যিনি লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা মন্তাজ আলীর ছেলে।
ইস্রাফিলের স্ত্রী জরিনা খাতুন জানান, তার স্বামী ইস্রাফিলের সঙ্গে বড় ভাই আব্দুল মতিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক করা হয়। তবে, সালিশের রায় মানতে নারাজ ছিলেন আব্দুল মতিন। এরই জেরে সোমবার সকালে দুঃখজনক এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ইস্রাফিল তার জমিতে বোরো ধান রোপণ করতে গেলে বড় ভাই আব্দুল মতিন ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তার নির্দেশে নাতি মো. আবু রায়হান (১৮) ইস্রাফিলের ওপর আক্রমণ করে। ছুরিকাঘাতের পর স্থানীয়রা গুরুতর আহত ইস্রাফিলকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক ডা. শাহাদত হোসাইন তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ এ হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি বলেন, “ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। জমি সংক্রান্ত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দায়ীদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
নিহতের পরিবার বিচার দাবি করেছে। জমি নিয়ে এমন সহিংসতার ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।