চলতি বছরে একাধিক প্রিয়জনকে হারানোর পাশাপাশি নানা খারাপ সময়ের মাঝে কাটিয়েছেন টালিউড অভিনেতা সাহেব চ্যাটার্জি। আবার এ বছর বলিউডে অভিনয়ের মাধ্যমে নতুন সফরও শুরু করেছেন তিনি। তবে বছরের শেষ দিনগুলো একেবারেই ভালো কাটল না অভিনেতার। কারণ, বেশ কিছুদিন ধরে অসুস্থ সাহেব। একেতো বছর শেষ, আবার জন্মদিবস; এমন মুহূর্ত হাসপাতালের বিছানাতেই কাটছে তার সময়। ২৭ ডিসেম্বর জন্মদিনের কয়েক ঘণ্টা আগে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে সাহেব লেখেন, ‘বন্ধুরা শারীরিক অসুস্থতার কারণে ২৫ ডিসেম্বর আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাই ২৬ ও ২৮ তারিখ আমার যে শো করার কথা ছিল তা আর করা হল না। সেই কারণে অনুষ্ঠানের আয়োজক এবং দর্শকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি, সকলে আমার অবস্থা বুঝতে পারবেন। এছাড়াও যারা আমায় জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানাতে ফোন করেছিলেন, হাসপাতালে থাকার কারণে আমি কারও সঙ্গে কথা বলতে পারছি না। তবে মন থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই।’ তিনি আরও জানান, ‘এই প্রথম জন্মদিন তিনি তার মাকে ছাড়া কাটালেন। সেই মন খারাপের কথা ব্যক্ত করে নিজের পোষ্যদের যে তিনি চোখে হারাচ্ছেন সেকথাও উল্লেখ করতে ভোলেননি সাহেব।’

তবে ঠিক কি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি সাহেব, তা যদিও এখনও জানা যায়নি। কিছুদিন আগেই কলকাতা শহরে এবং মুম্বাইতে মাধবনের সঙ্গে একটি হিন্দি ছবির শ্যুটিং সেরেছেন অভিনেতা। এরপর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি, যদিও আগের থেকে এখন ভালো আছেন সাহেব। সাহেব চ্যাটার্জির এই পোস্ট দেখার পর থেকেই নেটিজেনদের পাশাপাশি চিন্তিত হয়ে পড়েছেন টালিউডের একাধিক তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *