হ্যাবিটেড ডেভলপমেন্ট ট্রাস্ট (এইচডিটি) কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দক্ষতা উন্নয়ন কর্মশালা পিরোজপুরের এপেক্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী কর্মশালাটি ১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় পিরোজপুরের উপ-পরিচালক ইকবাল কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগরা দারূল ইসলাম কালিম মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শুকুর আলী
ট্রেনিং সেশন পরিচালনা করেন রয়েল বেঙ্গল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মাইনুল হাসান মুন্না, ফাস্ট এইড প্রশিক্ষণ প্রদান করেন শরফুল আনাম মশিউর শান্ত
বাবুই সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা হাছিবুর রহমান, এইচডিটি এর পরিচালক মেহেদী হাসান,
বিজয় নিশান এর প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান,এইচডি যুব সংগঠনের সভাপতি সাকিব খান, বাবুই সেক্রেটারি মোঃ নাইম উদ্দিন আকন।
কর্মশালাটির মূল উদ্দেশ্য ছিল স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা আরও কার্যকরভাবে সমাজে অবদান রাখতে পারে। কর্মশালায় ফাস্ট এইড এবং ব্লাড গ্রুপ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা স্বেচ্ছাসেবকদের দুর্যোগকালীন সময়ে এবং সাধারণ জনসেবায় সাহায্য করতে সহায়ক হবে। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।