১২টি মামলার আসামি মো. জসিম ওরফে গরু জসিম ওরফে বোমারু জসিমকে (৪০) গ্রেপ্তার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ। রোববার (১২ জানুয়ারি) রাতে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্টিলের সুইচ গিয়ার (চাকু) উদ্ধার করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকজন দুষ্কৃতকারী কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামনে ছিনতাইয়ের উদ্দেশে অবস্থান করছে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জসিমকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সহযোগী দুজন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার জসিমসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার জসিম সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কামরাঙ্গীরচর থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো। গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে রাজধানীর কামরাঙ্গীরচর, চকবাজার ও খিলগাঁও থানায় ছিনতাই, ডাকাতি ও মাদকের ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *