কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান ও সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল‍‍`র নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সারা শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন অনুষ্ঠানের অতিথি জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান (মোস্তফা), ১নং যুগ্ম আহবায়ক: শফিকুল ইসলাম বেবু ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ।
এ সময় বক্তারা বলেন, হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে কমলমতি ছাত্রদের রক্তের বিনিময়ে গণতন্ত্র পূনরুদ্ধার করেছি, কিন্তু এখনো দেশ স্বাধীন হয়নি, এখনো আওয়ামী দুঃশাসন বিভিন্নভাবে পায়ে তারা করতেছে, আমরা সব সময় প্রস্তুত থাকবো, ছাত্রদের অর্জন কখনো বৃথা দিতে দিবো না ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, সাবেক দপ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সাবেক সদস্য শহীরুজ্জামান সাজু, আজিজুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহীউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবু হানিফ বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও যুবনেতা মোর্শেদ হোসেন লিটু, যুবনেতা রোকনুজ্জামান সাজু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার আহমেদ শাওন, সহ-সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোহেল রানা, সদস্য সচিব আবু সাঈদ শিথিল সহ বিভিন্ন কলেজ শাখা ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *