ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ মে) সকাল সাড়ে ৯টা থেকে এ রুটে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
দৌলতদিয়া লঞ্চ ঘাট ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ বন্ধ থাকলেও চালু রয়েছে ফেরি। ফলে লঞ্চের যাত্রীদের ফেরিতে যাবার অনুরোধ করছেন ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে ফেরি চলাচলও বন্ধ হতে পারে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে।