রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কিলিয়ান এমবাপে- এখন এটা পুরনো সংবাদ। ইউরোর পরই আনুষ্ঠানিকভাবে রিয়ালের জার্সি গয়ে তুলবেন ফরাসী এই তারকা। রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বাক্যের বার্তায় তারা জানিয়েছিল, পাঁচ মৌসুমের জন্য এমবাপে যোগ দিচ্ছেন।

কিলিয়ান এমবাপে রিয়ালে যোগ দেয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কত বেতন পাচ্ছেন তিনি? এমনিতে এমবাপের মত ফুটবলারকে পেতে রিয়ালকে একটি টাকাও ট্রান্সফার ফি দিতে হয়নি। কারণ, এমবাপে ছিলেন ফ্রি-এজেন্ট। সে হিসেবে এমবাপের সঙ্গে রিয়ালের চুক্তি হলো কিভাবে, কী কী শর্ত ছিল? সবাই জানতে চান এ বিষয়টা।

প্যারিস সেন্ট জর্মেইয়ে (পিএসজিতে) থাকাকালীন বছরে ৭.২ কোটি ইউরো বা প্রায় ৯২০ কোটি টাকা বেতন পেতেন এমবাপে। রিয়ালে এর ধারেকাছেও পাবেন না। রিয়ালে প্রতি বছর ১.৫ কোটি ইউরো বা প্রায় ১৯২ কোটি টাকা বেতন পাবেন।

যদিও আসল বিষয়টি লুকিয়ে রয়েছে অন্যত্র। রিয়ালে সাক্ষর করার উপহার হিসাবে ১০ কোটি ইউরো বা প্রায় ১২৮০ কোটি টাকা পাবেন। পাশাপাশি ছবির স্বত্বের ৮০ শতাংশ টাকা পাবেন তিনি। মাত্র ২০ শতাংশ পাবে রিয়াল। পারিশ্রমিক কমিয়েই রিয়ালে আসতে রাজি হয়েছেন এমবাপে। তা সত্ত্বেও ক্লাবের সবচেয়ে দামী ফুটবলার হবেন তিনিই।

এমবাপেকে কবে অফিসিয়ালি রিয়ালের জার্সিতে সমর্থকদের সামনে উপস্থাপন করা হবে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। সম্ভবত ইউরোর পরই আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেবেন রিয়ালে।

এ ছাড়া, ফ্রান্সের জাতীয় দল বা পিএসজি-তে ১০ নম্বর জার্সি পরেন এমবাপে; কিন্তু রিয়ালে সেই জার্সি পচ্ছেন না তিনি। রিয়ালে ১০ নম্বর জার্সি পরেন লুকা মদ্রিচ। তাই নতুন ক্লাবে এমবাপে পরবেন ৯ নম্বর জার্সি।

সংবাদমাধ্যমের দাবি, তিনি ১০ নম্বর জার্সি চানইনি। খুশি মনেই ৯ নম্বর জার্সি মেনে নিয়েছেন। আগে এই জার্সি পরতেন করিম বেনজেমা। মদ্রিচ আরও এক বছর ক্লাবে থাকবেন। ফলে অন্তত এক বছর ৯ নম্বর জার্সিতেই খেলতে হবে এমবাপেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *