আশুলিয়ায় ছাত্রলীগ নেতা শাহেদ মীর পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে বিভিন্ন গার্মেন্টসে হামলা করাচ্ছেন।
এমন শিরোনামে একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাহেদ মীর।
শাহেদ মীর বলেন,আমার পরিবার ও আমি সব সময় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত ছিলাম,এমন কি আমার বাবা দেলাওয়ার মীর-কে তিনি ও দীর্ঘদিন যাবত বিএনপি’র রাজনীতির সাথে জড়িত আছেন, কিন্তু বিগত আওয়ামী-লীগের আমলে ইয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান শামীম আহমেদ সুমন (ভূঁইয়া) বিভিন্ন ভাবে বাবাকে লাঞ্ছিত করেছে। এমতাবস্থায় আমার নামে যে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন খবর প্রচার করা হয়েছে সেটা আমার চাচা আওয়ামী-লীগ নেতা জামান মীর সাংবাদিক-কে টাকা দিয়ে এ নিউজ করাইছে।
শাহেদ মীরের বাবা দেলাওয়ার মীর বলেন,গত বুধবার আশুলিয়ার একটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে সেটি মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রী মহল আমাকে ও আমার ছেলে-কে বির্তর্কিত করার জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার ছেলে-কে নিয়ে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাদের-কে খোঁজে বের করে তাদের বিরোদ্ধে আইনানূগ ব্যবস্থা নেওয়া হবে। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।