ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ইতিহাসে সর্বনিম্ন দলীয় রানে অলআউটের লজ্জায় পড়েছে রাজশাহী। ঢাকা বিভাগের পেসার সুমন খানের হ্যাটট্রিকে তারা মাত্র ৪২ রানেই গুটিয়ে গেছে। প্রতিপক্ষের এমন হতাশার দিনে সুমন একাই ৭ উইকেট নিয়েছেন। আজ শনিবার থেকে শুরু হয়েছে এনসিএলের ষষ্ঠ রাউন্ড। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে রাজশাহী মাত্র ৪২ রানে অলআউট হয়ে যায়। বিপর্যয়ের শুরুটা হয়েছে জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দিয়ে। তিনিসহ রাজশাহীর পাঁচ ব্যাটারই ফিরেছেন রানের খাতার খোলার আগে। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল দুজন।

রাজশাহীর ওপেনার সাব্বির হোসেন ১০ এবং এসএম মেহরাব হোসেনের ১৮ রান করেছেন। দলটির হয়ে ব্যক্তিগতভাবে বলার মতো ইনিংস এই দুটোই। ফলে এনসিএলের ইতিহাসে সবচেয়ে কম রান করেছে রাজশাহী। এর আগে দেশের এই ঘরোয়া প্রতিযোগিতায় সর্বনিম্ন ৪৬ রানের নজির ছিল বরিশাল বিভাগের। ২০২৩-২০২৪ মৌসুমে খুলনা বিভাগের বিপক্ষে তাদের সেই লজ্জা থেকে মুক্তি দিয়েছে রাজশাহী। অন্যদিকে, ঢাকার পেসার সুমন হ্যাটট্রিক করেছেন ইনিংসের ২১তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে। সবমিলে ৭.৫ ওভারে ২ মেইডেনসহ ১৮ রানে ৭ শিকার তার। এ ছাড়া রিপন মন্ডল, মোহাম্মদ এনামুল হক ও রুবেল মিয়া একটি করে উইকেট নিয়েছেন। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ঢাকা ইতোমধ্যে ম্যাচে লিড নিয়েছে। শেষ খবর পাওয়ার আগপর্যন্ত ২৬ ওভারে তাদের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান। ইতোমধ্যে তাদের লিড ৮৪ রানের। দুই ওপেনার জিসান আলম ও রনি তালুকদার ঢাকার শুরুটা করেছেন দারুণ। যদিও দুজনেই (জিসান ৪৪ ও রনি ৪০ রান) ফিরেছেন ফিফটি পূরণের আগেই। এই ম্যাচ দিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে জিসানের।

রাজশাহীর পক্ষে ৩ ‍উইকেট নিয়েছেন আসাদুজ্জামান পায়েল। মোহর শেখ নিয়েছেন ২ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *