দেশ বরণ্যে সংগীতশিল্পী তপন চৌধুরী এখন কানাডা প্রবাসী। সত্তরের দশকের শেষভাগ থেকে সংগীতের সঙ্গে সম্পৃক্ত ‍তিনি। ‘মন শুধু মন ছুঁয়েছে’ তার জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। এ সংগীতশিল্পী হৃদ‌রো‌গে আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘গত ৪ দিন আগে শ্রদ্ধেয় শিল্পী তপন চৌধুরীর হার্ট এট‍্যাক হয়েছে এবং গত পরশু তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি আজ হাসপাতাল থেকে তার বাসায় ফিরেছেন। আপনারা সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন তিনি যেনো সুস্থ হয়ে উঠেন।’ ১৯৭৯ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সংগীত প্রেমীদের মাঝে সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। সোলস ব্যান্ডের সাথে ২২ বছর কাজ করার পর তিনি একক সঙ্গীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন। তিনি প্রায় ৩০০টি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পীর জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘আমি সবকিছু ছাড়তে পারি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আকাশের সব তারা ঝরে যাবে’, ‘আজ তুমি দূর বহু দূর’, ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘কী কারণে কান্দ রে মন’, ‘মাটির ইঞ্জিন এই দেহটা পুইড়া হইল কালা’, ‘মনে বড় আশা ছিল যাব মদিনায়’, ‘রাত কেটে যায় একা নিরালায়’, ‘যতবার দীপ জ্বালি জানি না সে দীপ কেন নিভে যায়’ ও ‘আমি দেবদাস হতে পারব না’ ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *