বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মো. শাহ আলম বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হলেও এখনও নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশকে নৈরাজ্যমুক্ত করতে হলে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিকল্প নেই। রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে গতকাল অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির বলেন, যদি সব জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না যায়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। বিজয়ের মাসে বাংলাদেশের সব মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় সংহত থেকে ফ্যাসিবাদ, মৌলবাদ, সাম্রাজ্যবাদসহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সব অপশক্তিকে রুখে দেওয়ার বিকল্প নেই। সিপিবির সমাবেশ শেষে একটি পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি মুক্তিভবনের সামনে থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হয়। মুক্তিযুদ্ধে বিজয়ের মাস ডিসেম্বর মাসব্যাপী দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা মিছিল ও সমাবেশ করেছে সিপিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *