ওয়ানডে সিরিজে আইরিশ মেয়েদের সহজে হারালেও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গ্যাবি লুইস ও লিয়া পলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।