বোর্ডার-গাভাস্কার সিরিজের গোলাপি বলের টেস্ট দিয়ে দলে ফিরছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও চিরচেনা ওপেনিংয়ে তাকে দেখা যাবে না। যাবতীয় জল্পনায় ইতি টেনে ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক। এত বছর পর ওপেনিং পজিশন ছেড়ে মিডল অর্ডারে খেলা তার পক্ষে কঠিন সিদ্ধান্ত, মেনে নিয়েও রোহিত বললেন, ‘দলের স্বার্থে সিদ্ধান্তটা নিতেই হতো’। দিবারাত্রির টেস্ট শুরুর আগে ভারত অধিনায়ক বলেন, ‘অ্যাডিলেডে রাহুলই ওপেন করবে। আমি মিডল অর্ডারে কোথাও খেলব।’ রোহিত মেনেছেন, মিডল অর্ডারে খেলাটা তার পক্ষে চ্যালেঞ্জ। কিন্তু এক্ষেত্রে দলের স্বার্থ প্রাধান্য পাচ্ছে তার কাছে। আর এই মুহূর্তে ফর্মের বিচারে ওপেনিং স্লট রাহুলেরই প্রাপ্য।

রোহিত আরও বলেন, ‘রাহুল যেভাবে জয়সওয়ালের সঙ্গে প্রথম টেস্টে ওপেন করেছে, সেটা আমাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তাছাড়া ভারতের বাইরে রাহুল এতদিন যেভাবে ব্যাট করে এসেছে তাতে ওরই এটা প্রাপ্য। আমি মিডল অর্ডারে ব্যাট করব। আমার জন্য ব্যক্তিগতভাবে মিডল অর্ডারে খেলা সহজ হবে না। কিন্তু দলের স্বার্থে এমন সিদ্ধান্ত। পার্থে বোর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। জসপ্রীত বুমরাহর নেতৃত্বে সে টেস্টে ২৯৫ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল ভারত। পার্থে যশস্বী জয়সওয়ালের সঙ্গে উদ্বোধনীতে ব্যাট করেন কেএল রাহুল এবং দ্বিতীয় ইনিংসে দু’জন মিলে ২০১ রানের জুটি গড়েন। রোহিতের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন রাহুল। তাতে এতটাই নজর কেড়েছেন যে অ্যাডিলেড টেস্টে তাকেই ফের ওপেনার হিসেবে খেলানোর দাবি উঠেছিল। রোহিতও সেটা মেনে নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *