দক্ষিণ আমেরিকার বিতর্কিত ‘কম্বো’ আচারে অংশ নিয়ে প্রাণ হারালেন মেক্সিকান অভিনেত্রী মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ। আধ্যাত্মিক অবকাশের জন্য আত্মার শুদ্ধিকরণেই সেই আয়োজনে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অ্যামাজনের ব্যাঙের বিষ পান করেন তিনি এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। কম্বো নামে সেই প্রাচীন ধর্মীয় আচারে অংশ নেওয়ার পর ব্যাঙের বিষ খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হন ৩৩ বছরের মার্সেলা। ডায়রিয়ায় আক্রান্ত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা শেষরক্ষা করতে পারেননি।

শুরুতে বিষক্রিয়ায় যখন অভিনেত্রী বমি করতে শুরু করেছিলেন, সে লক্ষণকে ‘নিরাময়’ হিসেবে গণ্য করা হয়। এ সময় চিকিৎসার সাহায্য করতে বাধা দেন ডুরাঙ্গোর মায়োকোয়ানি নামের এক আধ্যাত্মিক গুরু। এক পর্যায়ে অভিনেত্রীর অবস্থার অবনতি হলে সেই গুরু পালিয়ে যান। এরপর বন্ধুদের জোরাজুরিতে অভিনেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। কম্বো নামে প্রাচীন এই প্রথায় শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে, আত্মার শুদ্ধিকরণে জল পান করা, শরীরের বিভিন্ন অংশকে পোড়ানো থেকে ব্যাঙের বিষ খাওয়ানোর মতো রীতি চালু রয়েছে। তবে এবার এই আচারের মারাত্মক পরিণতি ঘটল মার্সেলার মৃত্যু দিয়ে। এদিকে অভিনেত্রীর অকাল প্রয়াণে শ্রদ্ধা জানিয়েছে ডুরাঙ্গো ফিল্ম গিল্ড। তাদের কথায়, ‘মার্সেলা আলেকজান্ডার রডরিগেজ সেই সকল মানুষের হৃদয়ে একটি শূন্যতা রেখে গেছেন যারা তাকে জানতেন যে তিনি সিনেমাকে কতটা ভালোবাসতেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *