কয়েক বছর থেকে দেশের বাইরে থাকছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একদিকে হলিউড ছবিতে অভিনয়। অন্যদিকে স্বামী নিক জোনাসেরও একের পর এক কনসার্ট। ভক্ত-অনুরাগীদের মনেই প্রশ্ন জেগেছিল তবে কি এবার থেকে পুরোপুরি বিদেশেই থাকবেন প্রিয়াঙ্কা? এদিকে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মুম্বাই থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হচ্ছে। তার মা মধু চোপড়া সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা এর আগে ভারতের অনেক আঞ্চলিক চলচ্চিত্র তৈরি করেছে। যার মধ্যে ‘ভেন্টিলেটর’ এবং ‘পানি’র মতো জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমাও রয়েছে। ভারতে প্রিয়াঙ্কার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জিজ্ঞাসা করায় এ কথা বলেন তার মা। সাক্ষাৎকারে অভিনেত্রীর মা বলেছেন, ‘আমাদের সংস্থা আমেরিকায় চলে যাচ্ছে, তাই আমরা আপাতত ভারতে কোনও ছবি বানাচ্ছি না। তবে ঈশ্বরের ইচ্ছা থাকলে, প্রিয়াঙ্কা ভারতে সিনেমা করতে আসবে।’ তবে এই মুহূর্তে ভারতীয় সিনেমায় নতুন কোনও পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন মধু চোপড়া। উল্লেখ্য, প্রিয়াঙ্কা বলিউডে কাজ করা প্রসঙ্গে বলেছিলেন, ‘মজা করছি না, আমি এখানে অনেক চলচ্চিত্র নির্মাতার সঙ্গে দেখাও করেছি, স্ক্রিপ্ট পড়েছি। সত্যিই এমন কোনও চিত্রনাট্য খুঁজছি, যা হিন্দিতে করতে চাই। এই বছরটা আমার জন্য সত্যিই খুব ব্যস্ততার। তাই ভালো কিছু পেলে অবশ্যই করব।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *