বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লায় বিমানবন্দর ও কুমিল্লা বিভাগ হওয়ার পক্ষে মত দিয়েছেন। কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মত দেন তিনি।

জামায়াতে ইসলামীর আমির বলেন, কুমিল্লা বিমানবন্দর একটি প্রাচীন বিমানবন্দর। এখানে বিশ্বযুদ্ধের সময় ঘাঁটি বসানো হয়েছিল। এরকম ঘাঁটি যেগুলো ছিল বিমানবন্দর হয়ে গেছে শুধু দুটি ছাড়া। একটা কুমিল্লা আরেকটা শমসেরনগর। শমসের নগর অতটা গুরুত্বপূর্ণ নয় কারণ সিলেটে একটা বিমানবন্দর আছে। কিন্তু কুমিল্লা অনেকগুলো জেলাকে ক্রস করে। কুমিল্লা বিমানবন্দর খুবই যৌক্তিক দাবি। আমরা এ দাবিকে সমর্থন জানাই। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে আমরা অনুরোধ করব বিমানবন্দরটি করার জন্য। কুমিল্লা বিভাগ নিয়ে জামায়াতের আমির বলেন, আপনারা বিভাগ পাইলেন না, এটা আপনাদের কপালের দোষ, কারণ আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে? এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নাই? যদি থাকে তাহলে কুমিল্লা নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা অন্যকিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে, জনগণ করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গার জের ধরে কুমিল্লা বিভাগ দেবেন না! একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না।

তিনি বলেন, এটা একটা জুলুম। একটা এলাকার লোকদের ওপর নিঃসন্দেহে একটি জুলুম। অনেকগুলো জুলুমের মধ্যে এটাও একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব তার (কুমিল্লা বিভাগের) তো সবকিছুই রেডি আছে। আপনারা মেহেরবানি করে তাদের এই হকটাকে দিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *