একধিক নিয়মিত ক্রিকেটারকে এই সফরে পাচ্ছে না বাংলাদেশ। তাই দল গড়তে কিছুটা হলেও সমস্যায় পড়তে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে ব্যাটিং অর্ডার সাজাতে। আজ চারে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। মিডল অর্ডারেও সফল অধিনায়ক। ইতোমধ্যেই ব্যক্তিগত ফিফটি পেয়েছেন। ৭১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৩০ ওভার শেষে বাংলাদেশসের সংগ্রহ ৩ উইকেট হারিয়েভ ১৬২ রান। ৫৮ রান নিয়ে উইকেটে আছেন মিরাজ। অপর অপরাজিত ব্যাটার আফিফের সংগ্রহ ১৬ রান।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি। ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।
এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন। সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজটা ভালোভাবে করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার।