বাংলাদেশ নারী ফুটবল দলের বৃটিশ কোচ পিটার বাটলার গতকাল ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ডিসেম্বর মাসের বাকি সময় ছুটি কাটাবেন। তার চুক্তির মেয়াদও ৩১ ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি না হলে পিটার বাটলারের বাংলাদেশে পুনরায় আগমন হবে না। গতকাল বাংলাদেশ ছাড়ার আগে পিটার বলেন, ‘আমি ছুটিতে যাচ্ছি। ছুটি ও চুক্তি দু’টো একসঙ্গেই শেষ হবে। বাফুফের উপর নির্ভর করছে চুক্তি নবায়নের বিষয়টি। তারা আগ্রহী হয়ে চুক্তি করলে আবার আসতে সমস্যা নেই আমার।’
ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে জাতীয় পুরুষ দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তিও। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কোচদের বিষয়টি নির্বাহী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছিলেন। আগামী বুধবার নির্বাহী সভায় কোচদের চুক্তিসংক্রান্ত আলোচ্যসূচি বিশেষভাবে নেই। বিবিধ অংশে আলোচনা হতে পারে। পিটার বাটলার বাংলাদেশে এসেছিলেন একাডেমির কোচ হিসেবে। তিন মাস পর তাকে সাফের জন্য নারী ফুটবল দলের দায়িত্ব দেয়া হয়। নেপালের কাঠমান্ডুতে তিনি বাংলাদেশের শিরোপা অক্ষুণ্ণ রেখেছেন। চ্যাম্পিয়ন হলেও ৫-৬ জন সিনিয়র ফুটবলারের সঙ্গে তার দূরত্ব স্পষ্ট। সিনিয়র নারী ফুটবল দলে তার পুনরায় কাজ করার বিষয়টি তাই খানিকটা প্রশ্নের মুখে।
ফেব্রুয়ারিতে ঢাকায় সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট স্থগিত হয়েছে। খেলা স্থগিত হলেও বাফুফে অনুশীলন চালিয়ে যাবেন দেশীয় কোচ মাহবুবুর রহমান লিটু। গত পরশু সাফ চ্যাম্পিয়ন নারী দলকে কক্সবাজারে সংবর্ধনা দেয় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। পিটার গতকাল ঢাকায় ফিরে ইংল্যান্ড গেলেও সহকারী কোচ ও কয়েকজন খেলোয়াড় আজ ঢাকায় ফিরছেন৷