ওপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি সিনেদুনিয়ার কাছের মানুষ। সেলিব্রিটিদের সঙ্গে তার বেশ মধুর সম্পর্ক। সাধ্যমতো চেষ্টা করেন বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার। কেউ তাকে নিমন্ত্রণ করলে তিনি মোটেও ফিরিয়ে দেন না সেই আবদার। অধিকাংশ তারকার সঙ্গেই চেষ্টা করেন যোগাযোগ রেখে যাওয়ার।

তবে জানেন কি, এই সম্পর্ক কেবল সৌজন্য সূত্রেই নয়, বরং এই সম্পর্ক তার পছন্দেরও বটে। কারণ বাংলা সিরিয়াল দেখতে তিনি বেশ পছন্দ করেন। দিনে একটা নির্দিষ্ট সময় তিনি এই কাজেই ব্যয় করে থাকেন। সম্প্রতি নিউজ ১৮ বাংলার বিশেষ শো-তে এসে এ প্রসঙ্গে মুখ খুলেছেন মমতা নিজেই। অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য দর্শক আসন থেকে প্রশ্ন করেন– ‘আপনি এত ব্যস্ততার মধ্যে প্রতিদিন রাতে সিরিয়াল দেখেন। আপনার পছন্দের দুই সিরিয়ালের নাম, আর দুই অভিনেতা-অভিনেত্রীর নাম বলবেন?’ অম্বরীশের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি যাদের নাম বলব না, তারা আমাকে ধরবেন। আমার পছন্দের নায়ক তুমি ভাই। অম্বরীশ খুব ভাল অভিনয় করে। রোশনাই ধারাবাহিকে চরিত্রটা আমার খুব ভালোলাগে। বাকি প্রতিটা ধারাবাহিকই আমার পছন্দের।’

সবটা শুনে রীতিমত অবাক অম্বরীশ। অভিনেতা আরও এক প্রশ্ন তোলেন– এত এনার্জি পান কোথা থেকে আপনি?

উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, ‘তারপরও অনেক কিছু দেখি, শুনি। রাত ২টা পর্যন্ত এসবই করি। আমায় মাথায় মায়ের পর থেকে এটাই রুটিন হয়ে গেছে। তবে মারামারি আমার ভালো লাগে না। ওসব দেখলেই চ্যানেল ঘুরিয়ে দেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *