একটা সময় প্রিয়াঙ্কা চোপড়ার ক্যারিয়ার অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে। সেই সময় তিনি তার নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। যে কারণে বলিউডের অনেক পরিচালক অভিনেত্রীকে তাদের সিনেমা থেকে সরিয়ে দিয়েছিলেন। এমন খারাপ পরিস্থিতির সম্মুখীন যখন হয়েছিলেন প্রিয়াঙ্কা ঠিক তখনই পাশে এসে দাঁড়ান পরিচালক অনিল শর্মা। যিনি প্রিয়াঙ্কাকে শুধুমাত্র ‘’দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’ ছবিতেই সুযোগ দেননি তাকে ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যেতেও বাধা দিয়েছিলেন। একটি সাক্ষাৎকারে সেই মুহূর্তের কথা জানালেন অনিল শর্মা।

এক সাক্ষাৎকারে অনিল বলেন, ‘প্রথম যখন আমি প্রিয়াঙ্কার অস্ত্রোপচারের কথা শুনেছিলাম, তখন আমি ভেবেছিলাম যে তিনি হয়ত জুলিয়া রবার্টসের মতো দেখতে লাগার জন্য এটা করছেন। তাই ওকে বকাঝকাও করি। কিন্তু পরে জানতে পারি যে ওর শারীরিক কিছু সমস্যা ছিল। তাই অস্ত্রোপচারও ভুল হয়েছে।’ পরিচালক আরও বলেন, ‘প্রিয়াঙ্কা একদিন ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’-এর জন্য তাকে দেওয়া অগ্রিম বুকিংয়ের ৫ লাখ টাকাও ফেরত দিতে এসেছিলেন। তিনি বলেছিলেন, তাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাই তিনি বেরেলিতে ফিরে যেতে চান। তার বাবা সেনাবাহিনীতে আবারও কাজ শুরু করেছেন এবং মা আবারও তার চিকিৎসা শুরু করার পরিকল্পনা করছেন।’ এদিকে অনিল শর্মা প্রিয়াঙ্কাকে বেরেলি ফিরে যেতে বাধা দেন এবং যশরাজ ফিল্ম থেকে একজন মেকআপ আর্টিস্টকে ডাকেন। মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কার চেহারার সমস্যাগুলো দেখেন। এরপরে পরিচালক ডিজাইনার নীতা লুলার সঙ্গে পোশাকের জন্য যোগাযোগ করেন। তারপর প্রিয়াঙ্কার স্ক্রিন টেস্ট নেওয়া হয়। অনিল শর্মার মতে, খুব তাড়াতাড়ি চমক আসে প্রিয়াঙ্কার চেহারায়। পরিচালকের কথায়, ‘নাকের অস্ত্রোপচার ভুল হয়েছিল, প্রিয়াঙ্কার এক্ষেত্রে কোনও দোষ ছিল না।’

‘দ্য হিরো…’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তার বিপরীতে ছিলেন সানি দেওল এবং প্রীতি জিনতা। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়াঙ্কাকে। আজ হলিউডেও রমরমা অভিনেত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *