দিনাজপুর চিরিরবন্দরে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। উপজেলার চম্পাতলীবাজারের পশ্চিম পাশে মহাসড়কের গ্রিন ল্যান্ড ব্লগ অ্যান্ড টাইলস ইন্ডাস্ট্রির কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরগামী শামীম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে খাদে উল্টে পড়ে যায়। এতে কমপক্ষে বাসের ২০ জন যাত্রী আহত হন। এসময় স্থানীয় লোকজন, দশমাইল হাইওয়ে থানা পুলিশ ও সৈয়দপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *