প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনী ফাইনালে উঠেছে। আগামী পরশু দিন সোমবার দুপুর আড়াইটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। শনিবার মাওলানা ভাসানী স্টেডিয়ামে প্রথমটিতে বাংলাদেশ নৌবাহিনী হকি ৪-১ গোলে পরাজিত করে খেলোয়াড় কল্যাণ ঐক্যকে। দ্বিতীয় সেমিফাইনালে বিকেএসপিকে ৫-২ গোলে হারিয়েছে বিমান বাহিনী। নৌ বাহিনীর ১২ মিনিটে অধিনায়ক রাসেল মাহমুদ জিমি হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর ডিফেন্সের বাধা টপকে দ্বীন ইসলামকে কাট ব্যাক করেন। গোল পেস্টের সামনে তাকে অবৈধ ভাবে রূখে দেয়া হলে পেনাল্টি পায় নেী বাহিনী। আশরাফুল ইসলাম পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ভুল করেননি। হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য ৪০ মিনিটে আমিরুল ইসলামের পেনাল্টি কর্নারে ম্যচে ফেরে। স্কোরবোর্ডে ১-১ তখন। তবে নৌ বাহিনী তাদের সেরাটা রেখে দিয়েছিল শেষ দুই কোয়ার্টারের জন্য। এ দুই কোয়ার্টারে আরও তিনটি গোল যোগ করে তারা। ৪৯তম মিনিটে আশিরাফুল আবারও ড্র্যাগে নৌ বাহিনীকে এগিয়ে দেন, ৪৯তম মিনিটে রোমান সরকার তৃতীয় এবং ৫৮ মিনিটে মাহবুব হোসেন চতুর্থ গোলে গোল দলকে পৌছে দেন ফাইনালে।

দ্বিতীয় সেমিফাইনালে বিমান বাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি বিকেএসপির তরূণরা। বিমান বাহিনীর পেনাল্টি কর্ণার মাস্টার সোহানুর রহমান সবুজ একাই পাঁচ গোল করে ঝড় তুলেছেন তিনি নীল টার্ফে। ২১, ২৭, ২৯, ৩১ ও ৪৩ মিনিটে গোল গুলো করেন তিনি। বিকেএসপির গোল দুটো আসে মেহেদি হাসান অভি ও হুজায়ফা হেসেনের স্টিক থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *