‘বিনোদিনী কি এত রোগা ছিলেন, শুকনো ছিলেন?’— ঠিক এই ভাষাতেই কটাক্ষ ধেয়ে এসেছিল রুক্মিণী মৈত্রের উপর। যেদিন থেকে প্রকাশ্যে এসেছে ‘বিনোদিনী’র প্রথম লুক। সেদিন থেকে শুনতে হয়েছে নানা কথা। সেই সমালোচনা কানে এসেছে নায়িকারও। না, মন খারাপ তিনি করেননি। মুখ খোলেননি গত চার বছর ধরে সহ্য করে আসা অমানুষিক কষ্টেও। বিদ্ধ হয়েছেন শারীরিক যন্ত্রণায়।

জার্নিটা শুরু হয়েছিল সেই ২০১৯ সালে। পরিচালক রামকমল মুখোপাধ্যায় রুক্মিণীকে জানান, বিনোদিনী দাসীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন তিনি। এরপর থেকে প্রতিদিন চূড়ান্ত অধ্যবসায়, বিনোদিনীকে নিয়ে নানা বই পড়ে ছবিটা করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন রুক্মিণী। জানালেন, বিনোদিনীর সঙ্গে হওয়া অত্যাচারের কথা জানতে পেরে রাতের পর রাত চোখের পাতা এক হয়নি তার। বারবার মনে হয়েছে, পারবেন তো সেই যন্ত্রণা, সেই না পাওয়ার কথা ফুটিয়ে তুলতে?

ওজন বাড়াতে হবে জানতেন রুক্মিণী। অথচ তিনি যে ১৯ কেজি ওজন বাড়িয়েছিলেন শুধুমাত্র এই ছবির কারণেই তা হয়তো অনেকেই চিন্তাও করতে পারেননি। রুক্মিণী বলছিলেন, ‘আমি জানি এই ছবিটা করতে গিয়ে কী পরিমাণ কষ্ট আমাকে করতে হয়েছে। আমার এমনিতে ওজন ৫০ কেজি। শুধুমাত্র এই ছবির জন্য ৫০ থেকে ৬৯ কেজি হয়েছি। আর এই জার্নিটাতে আমার যে কী পরিমাণ শারীরিক কষ্ট হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না।’

অভিনেত্রী বলেন, ‘একটা ছেলের জন্য ওজন কমানো বা বাড়ানো কষ্টকর হলেও হরমোনজনিত পরিবর্তন সেখানে দেখা যায় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু হরমোনজনিত আমূল পরিবর্তন হয়। এক বছর হয়ে গেছে শুটিং শেষ হয়েছে। সেই সমস্যাগুলোর সম্মুখীন আমি আজও হয়ে চলেছি।’

তা সত্ত্বেও কটাক্ষ থামেনি। চলছে জোরকদমে। তা নিয়ে অবশ্য বিশেষ মাথাব্যথা নেই তার। যোগ করলেন, ‘যখন নতুন ছিলাম তখন ট্রোলিং, কটাক্ষ এসব নিয়ে মাথা ঘামাতাম, খুবই খারাপ লাগত। তবে এখন না এসব নিয়ে আর ভাবি না। লোকে অনেক কিছুই বলবে, তবে বিনোদিনী দাসীর মতো আমিও ঠিক করেছি, যে যাই বলুক না কেন আমি শুধু আমার কাজটা করে যাব, সেটা থেকে আমাকে কেউ ফেরাতে পারবে না।’

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টার থিয়েটারের নাম বদলে রেখেছেন বিনোদিনী থিয়েটার। খবরটা পাওয়া মাত্রই আনন্দে কেঁদে ফেলেছিলেন রুক্মিণী।

দ্য ওয়ালকে সে সময় তিনি বলেন, ‘আমি বলেছিলাম দিদিকে। উনি যে এই কাজটা এত দ্রুত করে দেবেন ভাবতেই পারিনি। তাকে অসংখ্য ধন্যবাদ। আমি এতো মেসেজ করেছি দিদিকে খবরটা পাওয়ার পর, শুধু ধন্যবাদই লিখে যাচ্ছি।’

আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি। নারীকেন্দ্রিক হাই বাজেটের এই সিনেমা নিয়ে অপেক্ষায় দর্শক পাশাপাশি রুক্মিণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *