ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়িতে আয়োজিত দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং চলাকালে চেয়ার দখলকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ অনুষ্ঠানের শুটিং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। বিশৃঙ্খলার পর ইত্যাদির পরিচালক হানিফ সংকেত বলেন, “অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত রাখতে পারলাম না। সুন্দর একটি আয়োজন করতে চেয়েছিলাম, কিন্তু তা আর সম্ভব হলো না।”
ঘটনার সময়কার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার বিনামূল্যের প্রবেশ পাস বিতরণ করেছিল। তবে, অনুষ্ঠানে প্রায় লাখখানেক মানুষের উপস্থিতি ঘটে। দর্শকদের এই চাপ সামলাতে না পেরে, শেষ মুহূর্তে মূল গেট খুলে দেওয়া হয়। এতে চেয়ারে বসার জায়গা নিয়ে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মারামারি এবং চেয়ার ভাঙচুরের মতো পরিস্থিতি তৈরি হয়।
অনুষ্ঠান সাময়িক স্থগিত করার পর তিন ঘণ্টা বিরতির পর সীমিত দর্শকের উপস্থিতিতে শুটিং পুনরায় শুরু করা হয়।
অনেকে এই বিশৃঙ্খলার জন্য স্থানীয় প্রশাসন এবং আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন। দর্শকদের অভিযোগ, বিনামূল্যের প্রবেশ পাস বিতরণ করা হলেও, একটি চক্র সেই পাস কালোবাজারে বিক্রি করেছে। অনেকেই পরিবার নিয়ে আসার পর এমন বিশৃঙ্খলার মুখে পড়েন, যা তাদের জন্য দুঃখজনক অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।