নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করার অভিপ্রায় জনগণকে বিভ্রান্ত করার একটি কৌশল। প্রস্তাবিত শুল্কের প্রভাব থেকে জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি এমনটা করছেন বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
অটোয়া সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি না করলে সব কানাডীয় আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি জানান, তিনি কানাডা অধিগ্রহণের জন্য অর্থনৈতিক শক্তি বিবেচনা করছেন।
ট্রাম্পের এই মন্তব্য সম্পর্ক জানতে চাইলে জাস্টিন ট্রুডো সিএনএনকে বলেন, আমি মনে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত দক্ষ আলোচক (নেগোসিয়েটর)। তিনি এসব কথাবর্তার মাধ্যমে মানুষকে কিছুটা বিভ্রান্ত করছেন।
ট্রুডো আরও বলেন, ‘তেল, গ্যাস, বিদ্যুৎ, ইস্পাত, অ্যালুমিনিয়াম, কাঠ এবং কংক্রিট এবং আমেরিকান ভোক্তারা কানাডা থেকে যা কিছু কিনে তা হঠাৎ করে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে যদি তিনি এই শুল্ক আরোপ করেন।’
তিনি আরও বলেন, ‘ট্রাম্প যদি তার এই হুমকির ওপর অটল থাকেন তাহলে অটোয়া পাল্টা ব্যবস্থা নেবে। ’
ট্রুডো স্মরণ করিয়ে দেন, ২০১৮ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য বিরোধের সময় কানাডা হাইঞ্জ কেচাপ, কার্ড, বোরবন এবং হার্লে ডেভিডসন মোটরসাইকেলের উপর শুল্ক আরোপ করেছিল – ‘এমন জিনিস যা মার্কিন কর্মীদের ক্ষতি করবে। ’
তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা তা করতে চাই না কারণ এটি আমাদের নিকটতম বাণিজ্যিক অংশীদারকে ক্ষতি করবে। ’