ভোক্তা অধিকার সংরক্ষণে কাজ করা সংগঠন ‘কনশাস কনজ্যুমার সোসাইটি’ (সিসিএস)-এর যুব শাখা ‘কনশাস ইয়ুথ ফর সোসাইটি’ (সিআইএস)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) কৃষি অর্থনীতি বিভাগের ছাত্র কাজী নাফিজ সোয়াদকে সভাপতি এবং কৃষি অনুষদের ছাত্র ওয়ালিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ৩০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

সিসিএস-এর নির্বাহী পরিচালক পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন এই কমিটি অনুমোদন করেছেন।

নতুন কমিটির সহ-সভাপতি হয়েছেন রিজওয়ান সাদি, সহ-সাধারণ সম্পাদক তওহীদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফাহিম ফয়সাল, প্রচার সম্পাদক মেহেরাজ রহমান, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা এবং দপ্তর সম্পাদক তাওসিফ রাইয়ান। মিডিয়া সম্পাদক তানভীর আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তানজিনা মারিয়া, আইন সম্পাদক নাঈম আহমেদ এবং গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিবুর রহমান।

প্রসঙ্গত, সিসিএস ২০১৩ সাল থেকে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করছে। দেশের ৬১ টি জেলার ৩৩৫ টি থানা ও ৫১ টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের কার্যক্রম রয়েছে এবং প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবক সংগঠনটির সাথে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *