মানবতার সেবায় নিবেদিত সামাজিক সংগঠন ঊষার আলো যুব সংঘ শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সফলভাবে কম্বল বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে। দুই ধাপে পরিচালিত এই কর্মসূচি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রাত এবং ভোরে অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর রাতে রাত ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্ণা আক্তার। তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার ইমরান, কোষাধ্যক্ষ মেহেরুন্নেসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত এবং সদস্য মোহাম্মদ রাহী।

১২ জানুয়ারি ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় দ্বিতীয় ধাপের কার্যক্রম। এ ধাপের কার্যক্রমে অংশ নেন প্রতিষ্ঠাতা স্বর্ণা আক্তার, সভাপতি মোহাম্মদ জাবির বিন সোলায়মান, সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম, কোষাধ্যক্ষ মেহেরুন্নেসা, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত এবং সদস্য মোহাম্মদ রাহী, মোহাম্মদ জিতু ও মাহাবুর রহমান।

সংগঠনের প্রতিষ্ঠাতা স্বর্ণা আক্তার বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছি। আমরা চাই, এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং সমাজে দৃষ্টান্ত স্থাপন করুক।”

সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম বলেন, “আমাদের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা ও সবার সহযোগিতার মাধ্যমেই আমরা এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছি। ভবিষ্যতেও আমরা শীতার্তদের পাশে থাকবো।”

ঊষার আলো যুব সংঘের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ মনে করেন, এ ধরনের উদ্যোগ শুধু শীতার্তদের কষ্ট লাঘবই নয়, বরং নতুন প্রজন্মকে মানবিক কাজে অনুপ্রাণিত করবে।

সংগঠনটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *