জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যের আলোকে বাগেরহাটের মোল্লাহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক ও সভাপতি ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম জুয়েল, মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা ইসহাক, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) মোঃ সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।
উক্ত মেলায় উপজেলার ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান ও তাদের খুদে বিজ্ঞানী/শিক্ষার্থীরা অংশ নেন।