পৃথিবী বদলাই”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ইং উপলক্ষ্যে বামনা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিডি ক্লিন বামনা টিমের সহযোগীতায় আজ ১৪ জানুয়ারি ২০২৫ইং রোজ মঙ্গলবার অনুষ্ঠিত হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান।
বিডি ক্লিন তারুণ্য স্বপ্ন দেখে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশের। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রতিনিয়ত পরিশ্রম করছে প্রতিটি সদস্য। পরিচ্ছন্ন দেশ রূপান্তরের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ। তারই ধারাবাহিকতায় আজকে বামনা বাজারের বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে বিডি ক্লিন তারুণ্য।
বামনা উপজেলা প্রশাসনের আয়োজনকে স্বাগত জানিয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।।
আজকের আয়োজন সফল করেত উপস্থিত ছিলেন___
★জনাব নিকহাত আরা মহোদয়,
বামনা উপজেলা নির্বাহী অফিসার।
★মোঃ মাহমুল হাসিব,
সমাজ সেবা অফিসার, বামনা উপজেলা।
★মোঃ আব্দুল জলিল খান,
সভাপতি, বনিক সমিতি, বামনা বাজার।
★রায়হান নাজির ধলু,
সাধারণ সম্পাদক, বনিক সমিতি, বামনা বাজার।
সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আসুন, তারুন্যের উৎসবে প্রতিজ্ঞাবদ্ধ হই একটি ময়লাও যত্রতত্র নয়। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, দেশকে সংস্কার করতে সহযোগিতা করি!!