২০০০ সালে ‘কাহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় হৃতিক রোশনের। সেই বছরই হৃতিকের ছবির সঙ্গে মুক্তি পায় শাহরুখ খানের ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’। তবে ‘কাহো না প্যার হ্যায়’-এর সামনে সে বছর কোনও ছবিই মাথা তুলে দাঁড়াতে পারেনি। যে কারণে কিং খান শাহরুখের ছবি ব্যর্থ হতেই ক্রমাগত তুলনা টানা হয় তার সঙ্গে হৃতিকের।

বলিউডে খানদের পর সেভাবে তারকা তকমা যিনি পেয়েছেন, তিনি হৃতিক রোশন। অনেকেই সে সময় মন্তব্য করেন, শাহরুখের সময় শেষ। বলিউড তার নতুন সুপারস্টারের সন্ধান পেয়ে গেছে। অনেকেই আবার বলেন, হৃতিকই হবে বলিউডের পরবর্তী মেগাস্টার। একজন নবাগত নায়কের সঙ্গে তুলনা টানায় সে সময় বিরক্তি প্রকাশ করেন শাহরুখ খান। একইসঙ্গে ক্ষোভও প্রকাশ করেন তিনি। এক সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘এটা একেবারেই ভালো জিনিস নয়। আমার ১০ বছরের কাজ, পরিশ্রম ছিনিয়ে নিতে পারেন না। আপনি একদিন সকালে উঠে আমাকে এটা বলতে পারেন না, আমার বিকল্প খুঁজে নেওয়া হয়েছে, কিংবা আমার এবার বয়স হয়েছে। আসলে হৃতিকের সঙ্গে এই তুলনা টানাটাই নিলজ্জ ব্যাপার।’

যদিও পরবর্তী সময়ে শাহরুখ ও হৃতিক যুগলবন্দি হয়ে দুই ভাইয়ের চরিত্রে কাজ করেছেন। তাদের অভিনীত ‘কাভি খুশি কাভি গম’ ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *