ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই। বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ হার। দল ছিটকে গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে। ব্যাটে রান নেই। সব মিলিয়ে কঠিন চাপে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর এই অবস্থায় রোহিতের সমালোচনায় মেতেছেন নিন্দুকেরা। যা হিটম্যানের ওপর চাপ আরও বাড়াচ্ছে।

তবে রোহিতের জন্য পরিস্থিতি কঠিন হলেও তাকে সমর্থন দিচ্ছেন সাবেক বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং। সিডনি টেস্টের আগে নিজে থেকে রোহিতের সরে যাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন সাবেক এই তারকা। সেই সঙ্গে নিন্দুকের প্রশ্ন ছুড়ে দিয়েছেন- কতজন অধিনায়ক এটা করেছে?

নিজের সাবেক সতীর্থ রোহিতের তারিফ করে যুবরাজ বলেন, ‘আমি সবসময় পাঁচ বছর বা তিন বছর ধরে দলের গ্রাফ দেখি। গৌতম এইমাত্র সিস্টেমে এসেছে, তার আরও সময় দরকার। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন, ভারত যখন ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলে তখন তিনি অধিনায়ক ছিলেন। তিনি এমআই (মুম্বাই ইন্ডিয়ান্স) কে পাঁচটি আইপিএল শিরোপা জিতেছেন।’

এরপর রোহিতের নিঃস্বার্থ গুণের প্রশংসা করেন যুবরাজ। বলেন, ‘মানুষটি শেষ ম্যাচ (সিডনি টেস্ট) থেকে সরে দাঁড়িয়েছে এবং অন্যকে সুযোগ দিয়েছে। অতীতে কতজন অধিনায়ক এমন করেছেন? আমাকে বলুন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *