অজ্ঞাতপরিচয় ব্যক্তির হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। তিনি বর্তমানে মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিনেতার মেরুদণ্ড, ঘাড় এবং শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে।এ ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ‘২০০৭ সালে একটি বিজ্ঞাপনের কাজ করেছিলাম আমি আর সাইফ। প্রদীপ সরকার ছিলেন পরিচালক। শুটিং হয়েছিল ব্যাংককে। আজ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছি।’তার কথায়, ‘ছবি শেয়ার করার কারণও খুবই স্পষ্ট। এদিকে গুগলে সার্চ করে জানলাম, সাইফের উপর হামলা হয়েছে তার নিজের বাড়িতেই। আজ এই পোস্টগুলো দিয়ে লিখলাম, সাইফ রিকভার করছেন, সুস্থ আছেন।’
সাইফের সঙ্গে কাজের অভিজ্ঞতার বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘সাইফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার ভালো। সে আমার সঙ্গে একটু ফ্লার্ট করেছে আমি ফ্লার্ট করতে পারিনি। শুটিংয়ের সময় অ্যাকশন বললে সাইফ একেবারে অন্য এক মানুষ হয়ে যেত। সাইফদের মতো তারকাদের খুঁতখুঁতে ভাব থাকে।’ সাইফের সঙ্গে এমন ঘটনা ঘটেছে যা দুর্ভাগ্যজনক উল্লেখ করে শ্রীলেখা বলেন, সাইফ, আমির আর শাহরুখ খুবই মাটির মানুষ অমায়িক। সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে যা খুবই আশ্চর্য ও দুর্ভাগ্যজনক।’