সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে জব্দকৃত মালিকবিহীন বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। ১৯ জানুয়ারী রবিবার সকাল ১১টায় সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন (বিজিবি) সদর দপ্তরে বুলডোজার দিয়ে ধ্বংস করা হয় এসব মাদকদ্রব্য। এর আগে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫৪ কিঃমিঃ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। মাদকদ্রব্য ধ্বংসকালে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র খুলনা বিভাগীয় সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী। এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ কাজী আরিফ আহমেদ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, র্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম আরিফ রায়হান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদগণ উপস্থিতি ছিলেন। ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, ভারতীয় ফেন্সিডিল ৭ হাজার ৪৫৬ বোতল। বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৭ হাজার ২১৮ বোতল। ভারতীয় গাঁজা ৯৩ কেজি ৫০ গ্রাম, ভারতীয় হিরোইন-৭ কেজি ১০০ গ্রাম, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৩ লাখ ২৮ হাজার ৮৫৩ পিচ, ভারতীয় এলএসডি ২৪ বোতল, ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস ৪ হাজার ৫৫২ কেজি, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট ৪০ হাজার ৯০৭ পিচ, বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ ২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার ৪৭১ পিচ, ভারতীয় ইনজেকশন ড্রাগ ৩৮ বোতল, ভারতীয় পাতার বিড়ি ১৩ লাখ ৪৮ হাজার ৫৫৩ পিচ, ভারতীয় তামাকের গুড়া ২০ কেজি। এসময় প্রধান অতিথি বিজিবির বিভাগীয় সেক্টর কমান্ডার বলেন, ‘বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি জাতীয় অর্থনীতিতে মূল্যবান ভুমিকা রাখছে। সীমান্তে মাদকসহ চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *