বছরখানেক ধরেই বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছেই। বিচ্ছেদ জল্পনা ছড়ানোর পর থেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তারকা এই দম্পতি। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে মন্তব্য করেছেন অভিষেক। ক্যারিয়ারের শুরু থেকেই অভিষেককে বাবা অমিতাভের সঙ্গে তুলনার সম্মুখীন হতে হয়েছে। কখনও আবার স্ত্রীর সঙ্গেও তার তুলনা টানা হয়েছে।

এ প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে অভিষেক বলেন, ‘খুব সহজ নয়। কিন্তু ২৫ বছর ধরে একই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর আামি বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছি।’ অভিষেক এই তুলনা নিয়ে তার নিজস্ব যুক্তিও দিয়েছেন। অভিনেতা বলেন, ‘যদি কেউ আমাকে আমার বাবার সঙ্গে তুলনা করেন, তার মানে তিনি একজন শ্রেষ্ঠ মানুষের সঙ্গে আমার তুলনা করছেন। তার মানে কোথাও আমি সেই সেরা মানুষগুলোর সঙ্গে তুলনীয় হতে পারি।’অভিষেক জানান, তিনি তার পরিবারকে নিয়ে গর্বিত। অভিনেতার কথায়, ‘বাবা, মা বা আমার স্ত্রী— এখনও তারা যা করছেন তা নিয়ে আমি গর্বিত।’

অভিনেতা আরও জানান, অমিতাভের মতোই আশি বছর বয়সেও তিনি অভিনয় চালিয়ে যেতে চান এবং কন্যা আরাধ্যাকে অনুপ্রাণিত করতে চান।

তার চলার পথে বচ্চন পরিবারের গুরুত্বকেও ব্যাখ্যা করেছেন অভিনেতা। অভিষেকের কথায়, ‘আজ আমি যেখানে রয়েছি, সেটা আমার পরিবারের জন্যই। আমি যা যা করি, সেটাও আমার পরিবারের জন্য। আশা করি, আমাদের পরবর্তী প্রজন্মও আমাদের পদবির মর্যাদা রাখবে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *