নেত্রকোনা উপজেলার ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার সংলগ্ন সোয়াই নদী পুনরুদ্ধার বিলম্বিত ও অসমাপ্ত খনন কাজ দ্রুত সমাপ্ত  করার  দাবিতে সচেতন শ্যামগঞ্জবাসী  ব্যানারে নাগরিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

অদ্য ১৯ জানুয়ারী রবিবার ২০২৫ ইং শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ গেইটের সামনে সকাল এগার ঘটিকার সময় প্রোগ্রামটি অনুষ্ঠিত  হয়।
কোন অদৃশ্য শক্তির কারণে শ্যামগঞ্জ অংশের সোয়াই নদীর খনন কাজটি অসমাপ্ত রয়েছে বক্তারা জানতে চান। দ্রুত অসমাপ্ত কাজটি সমাপ্ত না হলে বক্তারা বলেন,তাহারা অসহযোগ আন্দোলন গড়ে তুলবেন।
তাহারা বলেন  গৌরীপুরের ইউ এন ও ময়মনসিংমহ জেলার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান সহ  সকল
পদক্ষেপ নিবে।

এসময় উপস্থিত ছিল পূর্ব থেকে নদী পক্ষে অবস্থান নেওয়া সৈয়দ  এস এম ঋজু, অর্ক,আরিফ,তামিম
ইয়াসিন,গৌতম,বাপ্পি,সালমান,আরিফ,আশরাফুল,তানজীদ,মোকলেস,রিজন, তোফাজ্জল সহ সকল ছাত্র সমাজ।

এছাড়া ও উপস্হিত ছিল শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গৌরীপুর উপজেলার” দৈনিক বাংলাদেশের খবর” প্রতিনিধি মোঃ আল ইমরান,সহসভাপতি মোঃ আশিকুজ্জামান আশিক,সহসভাপতি মোঃ জানে আলম জনি সহ শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান  কলেজের ছাত্রছাত্রীবৃন্দ ও প্রেস মিডিয়ার সংবাদ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *