ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তিনি ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। যদিও তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন।

বাবা-মাকে হারিয়ে অভিনেত্রী এখন একা রয়েছেন। মাঝে মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন খারাপ করা পোস্ট শেয়ার করেন। কখনও মা-বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন, আবার কখনও তার মধ্যে থাকা মা-বাবার নানা ঝলকের প্রকাশ ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

একটি পোস্ট শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন, তিনি নাকি বাবার মতো ‘লক্ষ্মী ট্যারা’। তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে দেখেছি, বাবা একটু বেশি মনোযোগ দিয়ে কথা বললে চোখটা কেমন অন্য রকম হয়ে যেত। বা অন্যমনস্ক হয়ে রইলে চোখটা সেই অন্য রকম। আনমনে কথা বললেও দেখতাম চোখের মনিটা কেমন যেন ফট করে আলাদা হয়ে যেত।’

হঠাৎ ডাকলে যদি তাকায়, সেই চোখটা আবার আলাদা। একটু বড় হতে বুঝলাম একে বলে, ‘লক্ষ্মী ট্যারা’। বাবাকে কী মিষ্টি লাগত। ‘ওই রকম কর না চোখটা’, এটা বললেই বাবা বলত, আরে ওরম ইচ্ছে করলেই হয়না, করা যায় না।’অভিনেত্রীর কথায়, ‘বাবা চলে যাওয়ার পর, অনেক রাত পর্যন্ত বোনের সঙ্গে গল্প করলে বোন মাঝে মাঝে বলত, এই দিদি চোখটা ঠিক কর, বাবার মত হয়ে গেছে। বা বলত, দিদি পুরো বাবার মত তাকালি। আমি পাতা ফেলে, চোখ পিটপিট করে ঠিক করে নিতাম আর মনে মনে স্বস্তির হাসি হাসতাম।’

আসলে তিনি বাবার মতোই হতে চাইতেন। তার কথায়, ‘আমরা তো সবাই চাই, এটাই আমাদের সুপ্ত বাসনা, আমরা যেন আমাদের বাবা মায়ের মত হই। তাদের সবটা যেন আমাদের মধ্যে থেকে যায়। ঠিক যেমন আমি চাই, আমার আমি টা যেন আমার মেয়ের মধ্যে আশ্রয় পায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *