থিয়েটার তার মন-প্রাণ। খুব ছোট বয়সে বাবা-মাকে হারানো মানুষটি অনেক কষ্ট সত্ত্বেও বেছে নিয়েছিলেন অভিনয়কেই। সব কিছু ঠিকই চলছিল। তবে আচমকাই ছন্দপতন। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার অভিনেতা বরুণ কুলকর্ণী। মৃত্যুর সঙ্গে কার্যত পাঞ্জা লড়ছেন তিনি। যা সম্বল ছিল, তাও প্রায় শেষ। এবার সাহায্য চেয়েই সামাজিক মাধ্যমের শরণাপণ্ণ হলেন তার বন্ধু রোশন শেট্টি।

এক লম্বা পোস্টের মাধ্যমে রোশন লেখেন, ‘আমার প্রিয় বন্ধু বরুণ কিডনির সমস্যায় জর্জরিত। এক সপ্তাহে দুই তিন বার ডায়ালিসিস দিতে হচ্ছে ওকে। দু’দিন আগেই হঠাৎই ডায়ালিসির নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে তার। বরুণ শুধু ভালো অভিনেতাই নন, ও নিজেকে নিয়ে জীবনে ভাবেনি।’ রোশন লেখেন, ‘খুব অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন বরুণ। তা সত্ত্বেও সে থামেনি। সব বাধা জয় করে এগিয়ে চলেছে। কিন্তু শিল্পীর জীবনে অর্থনৈতিক সমস্যা তো আর নতুন কোনও ঘটনা নয়। আমাদের সাহায্য ওর দরকার।’ পোস্টের সঙ্গে একটি নম্বরও শেয়ার করেছেন রোশন। যেখানে আগ্রহী ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন।

রাজকুমার হিরানী পরিচালিত শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন বরুণ। এই সিনেমায় শাহরুখ ছাড়াও দেখা গেছে ভিকি কৌশল ও তাপসী পান্নুকেও। এছাড়াও স্ক্যাম ১৯৯২, দ্য ফ্যামিলি ম্যানেও অভিনয় করেছেন বরুণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *