পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ইসবপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ মোঃ শাহাজাহান মিয়া (৪৪) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বুধবার রাত সারে ৮ টার দিকে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকা থেকে ৫ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহাজাহান মিয়া ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কাশিগঞ্জ ছন্দধরা গ্রামের মৃত জুলহাস উদ্দিন ওরফে গেন্দা মিয়ার ছেলে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক মোঃ নূরুল আমিন জানান গোপন সংবাদের ভিত্তিত্বে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এস আই কামরুল ইসলাম ও এএসআই ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ জানতে পারে যে মাদকদ্রব্য পাচারের উদ্দেশ্যে এক ব্যাক্তি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি একজন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকায় মাদক পাচার করে আসছে।
এ ব্যাপারে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা প্রক্রিয়াধীন রয়েছে।

আইসি মোঃ নুরুল আমিন জানান মাদক,সন্ত্রাস,মদ,জুয়া যারাই এসব অপরাধের জড়িত তাদের ছাড় নাই। এসব অপরাধীদের বিরোদ্ধে সদা জাগ্রত শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *