কখনো কমিটি ঘোষণা করে বাতিল করা হচ্ছে। আবার কখনো ফেসবুকে কমিটি দেওয়ার পর সমালোচনার ঝড় উঠছে। পরে সেই কমিটি মুছে ফেলা হচ্ছে ফেসবুক থেকে। বেশ কিছু স্ট্যান্ডিং কমিটি নিয়ে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এবার বিচ ফুটবল কমিটিতে বর্তমান ফুটবলারকে সদস্য করায় প্রশ্ন উঠেছে। বাফুফে ঘোষিত বিচ ফুটবল কমিটির সদস্য হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। যিনি এ মৌসুমে ফর্টিস এফসির নিবন্ধিত ফুটবলার।

প্রিমিয়ার লিগে নিবন্ধিত ফুটবলারের বাফুফের কোনো কমিটিতে থাকার ঘটনা এর আগে দেখা যায়নি। বাফুফের গঠনতন্ত্রে স্ট্যান্ডিং ও অন্যান্য কমিটিতে কোনো বর্তমান খেলোয়াড় থাকতে পারবেন না, বিষয়টি সুস্পষ্ট নয়।

গঠনতন্ত্রে না থাকলেও একইসঙ্গে খেলোয়াড় ও বাফুফের কমিটিতে জায়গা পাওয়ার বিষয়টি বৈসাদৃশ্যপূর্ণ। এরপরও বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান ও বাফুফে কর্তৃপক্ষ এর অনুমোদন দিয়েছে।

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মামুন কাজ করছেন সংগঠক হিসাবেও। চট্টগ্রাম আবাহনীর এবার লিগে খেলার পেছনে মামুন ও তার বন্ধু জাহিদ হাসান এমিলির অবদান সবচেয়ে বেশি। তবে একই ব্যক্তি নিবন্ধিত খেলোয়াড় আবার বাফুফের কমিটিতে, বিষয়টি আইনের সুস্পষ্ট লঙ্ঘন না হলেও দৃষ্টিকটু বলে মত ফুটবলপ্রেমীদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *