সিরিজ জেতো, বিশ্বকাপে সরাসরি খেলো– ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে থেকেই এই সমীকরণ ছিল বাংলাদেশের সামনে। দ্বিতীয় ম্যাচ জিতে সে আশা বাঁচিয়েও রেখেছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে শেষ ম্যাচে আজ জয়টা তুলে নেওয়া গেল না। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়ে ৮ উইকেটে হারতে হয়েছে দলকে। ২-১ ব্যবধানে হেরেছে সিরিজটা, ফলে নিগারদের এখন খেলতে হবে বাছাইপর্বে।
আগের ম্যাচে বাংলাদেশ জিতেছিল আগে ব্যাট করে। আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিগার। তবে তার সে সিদ্ধান্ত যে ভুল ছিল, তার প্রমাণ মিলল কিছু পরে।
টপ অর্ডার ব্যাটাররা অবশ্য তাদের কাজটা কিছুটা করে দিয়েই গিয়েছিলেন। শুরুতে উইকেট খোয়ানোর পরও ফারজানা হক পিংকি ও শারমিন আক্তারের জুটিতে ভর করে খানিকটা ধীরে হলেও অর্ধশতরানের জুটি পেয়ে যায় দল। তবে দুজনই থিতু হয়ে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন, ফারজানা করেছেন ২২, শারমিন বিদায় নিয়েছেন ৩৭ রানে।
তাদের বিদায়ের পর থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বড় ইনিংসটা খেলেছেন সোবহানা মোস্তারি। ওপাশে সতীর্থদের আসা যাওয়ার মিছিল দেখতে দেখতেই ৬২ বলে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশও মুখ থুবড়ে পড়ে ১১৮ রান তুলে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক মেজাজে। উদ্বোধনী জুটি তাদের এনে দেয় ৪৫ রান। হেইলি ম্যাথিউস ফিরে গেলেও ১১৯ রান তাড়া করতে স্বাগতিকদের বেগ পেতে হয়নি। কিয়ানা জোসেফ করেন ৩৯, সঙ্গে ডিয়ান্দ্রা ডটিনের ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস উইন্ডিজের সিরিজ জয় নিশ্চিত করে দেয়।
এই সিরিজ হেরে বাংলাদেশকে এখন বাছাইপর্ব খেলতে হবে। সেখানে দলের জন্য অপেক্ষা করছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মতো দল।