কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন নয়ন কুমার সাহা।
(০৩/০২/২০২৫) সোমবার সকাল ১১:০০ ঘটিকায়, উপজেলা প্রেসক্লাব এবং উলিপুর প্রেসক্লাবের সকল কলম যোদ্ধা উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করেন ।
তিনি যোগদান করেন (০১/০২/২০২৫) শনিবার তিনি উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে। তিনি ৩৬ তম বিসিএস ক্যাডারে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। গাইবান্ধা জেলার সদর উপজেলায় জন্ম নেয়া এই কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উলিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পূর্বে তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূমি কর্মকর্তা হিসেবে আড়াই বছর দায়িত্ব পালন করেছেন। এদিকে, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করায় নয়ন কুমার সাহাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেসক্লাব ও উলিপুর প্রেসক্লাবের সকল কলম সৈনিক।
সাক্ষাৎকালে, অলিপুর পৌরসভার বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিক বৃন্দ ।
নাবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাংবাদিকদের সাথে একত্রিতা ঘোষণা করে বলেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করব পৌরসভার দায়িত্ব যেহেতু পেয়েছি সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো ।