পলাতক আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণকারী ৩১তম সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুকিব মিয়াকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়য়ের কোয়েল ভবন থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াছুর রহমানের বাসায় আত্মগোপনে ছিলেন। এ ঘটনার পরই প্রতিক্রিয়া হিসেবে সোমবার (৩ ফেব্রুয়ারী) রাত ১০টার সময় আলাদা বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শেকৃবি উপাচার্য বলেন, ডেপুটি রেজিস্টার ইলিয়াসের বেপারে আমরা আগামীকাল আমরা অফিসিয়াল ডিসিশন নিব।সে এরকম অপরাধীকে ক্যামপাসে কেমনে রাখে।

এবিষয়ে শেকৃবি প্রক্টর ড. আরফান আলি বলেন, ডিবি আসার আগেই আমাদের সাথে যোগাযোগ করেছিল। আমরা তাদের সর্বোচ্চ সহযোগীতা করেছি। অপরাধীকে আমরা সাহায্য করতে রাজি নই।
প্রশাসনের থেকে অপরাধীর শাস্তির আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ মিছিল শেষ করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *