বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবি়ং অনুষ্ঠিত হয়েছে। গাড়ফা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এর নিজস্ব মাঠে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, শিশুদের শারীরিক ও মানুষিক বিকাশে পড়াশোনা, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়াদির গুরুত্ব অপরিসীম। তাই অভিভাবক এবং শিক্ষকদের খেয়াল রাখতে হবে, যেন প্রতিটি শিশু তার শারীরিক ও মানুষিক বিকাশের জন্য অনুকূল পরিবেশ এবং সহযোগিতা পায়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর রনজিৎ কুমার মিস্ত্রী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রত্না দেবনাথ।
প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, শিক্ষক এম এম ওবায়দুল ইসলাম, মাসুদুল হক বাবুল, মোঃ আজিজুর রহমান, কল্যাণী টিকাদার, বিএনপি নেতা মোঃ জাহিদ খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ, সাংবাদিক কে,এম, মাহামুদুল হক প্রমুখ।