বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে দুই দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফ আমিনুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা মোঃ মোর্শেদ উদ্দিন মিয়া, সাহেব আলী মোল্লা ও মতিয়ার রহমান মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ ও শিল্পী বাবুল মিয়া, ইউপি সদস্য মোঃ পারভেজ মিয়া,সাংবাদিক কে এম মাহামুদুল হক, মুকুল মিয়া প্রমুখ।
বিদ্যালয় সভাপতি আবুল কাশেম কালিম’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুল আলম দুঃখু।