শেখ রাকিব চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার মালো পাড়ার একটি বাড়ির গৃহপরিচারিকাকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মালো পাড়ার পুলিশ পার্ক লেন এলাকায় এ ঘটনা ঘটে। বাড়ির মালিক কৌশিক আহমেদ জানায় অভিযুক্ত স্বাধীন আজ সকাল থেকেই পুলিশ লেন এলাকাস ঘোরঘুরি করছিলো। এসময় আমার বাড়িট গৃহপরিচারিকা বাড়ির বাহিরে আসলে তাকে ধর্ষণের চেষ্টা করে। একটা পর্যায় গৃহপরিচারিকা চিৎকার দিলে অভিযুক্ত স্বাধীনকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। স্বাধীনেট বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকায়।